কেন NMML-এর নতুন নাম করা হলো না মোদীর নামে? খোঁচা যশোবন্তের
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: দিল্লির নেহরু মেমোরিয়াল মিউজিয়াম এবং লাইব্রেরি সোসাইটির নতুন নামকরণ প্রধানমন্ত্রীর যাদুঘর এবং লাইব্রেরি সোসাইটির করার বিষয়ে কেন্দ্রের BJP সরকারের সমালোচনা করেছে বিরোধী দলগুলি।
তিন মূর্তি ভবনের প্রাঙ্গণে প্রধানমন্ত্রী সংগ্রহালয় উদ্বোধনের প্রায় এক বছর পর, নেহেরু মেমোরিয়াল মিউজিয়াম অ্যান্ড লাইব্রেরি সোসাইটি (NMML) এর নাম পরিবর্তন করে প্রধানমন্ত্রীর জাদুঘর ও গ্রন্থাগার সোসাইটি করা হয়েছে।
NMML-এর একটি বিশেষ সভায়, এটির নাম পরিবর্তন করে প্রধানমন্ত্রীর যাদুঘর এবং গ্রন্থাগার সোসাইটি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, শুক্রবার সংস্কৃতি মন্ত্রণালয় জানিয়েছে।
BJP-র প্রাক্তন মন্ত্রী যশবন্ত সিং এই বিষয়ে খোঁচা দিয়ে বলেছেন, নেহরু সেন্টার ও লাইব্রেরির নাম পরিবর্তনে তাঁর কোনও আপত্তি নেই। কিন্তু নতুন নাম নিয়ে তাঁর আপত্তি। ভারতের সর্বকালের সর্বশ্রেষ্ঠ প্রধানমন্ত্রীর নামানুসারে এর নামকরণ করা উচিত ছিল মোদী সেন্টার এবং লাইব্রেরি।