রাজ্য বিভাগে ফিরে যান

ISF-এর সঙ্গে BJP-র তলে তলে যোগ? দেবাংশুর টুইটে বিস্ফোরক স্ক্রিনশট

June 16, 2023 | < 1 min read

ISF-এর সঙ্গে BJP-র তলে তলে যোগ?

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ২০২১ সালে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের সময় বিজেপি নেতা কৈলাশ বিজয়বর্গীয এবং কেন্দ্রীয় মন্ত্রী নিত্যানন্দ রাইয়ের পিএ-র সাথে ISF নেতা নওশাদ সিদ্দিকী যোগাযোগ রাখতেন? এমনই অভিযোগ এনে দুটি বিস্ফোরক স্ক্রিনশট টুইট করেছেন তৃণমূলের মুখপত্র দেবাংশু ভট্টাচার্য। দৃষ্টিভঙ্গি এই স্ক্রীনশটগুলির সত্যতা যাচাই করেনি।

তৃণমূলের সভানেত্রী মমতা ব্যানার্জি বরাবরই সিপিএম-কংগ্রেস-বিজেপির আঁতাত নিয়ে প্রশ্ন তুলেছেন , এবার সেই সুতোয় গাঁথা হলো কি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের নামও?

প্রসঙ্গত ২০২১ সালে ভাঙ্গর থেকে জিতে বিধানসভার সদস্য হন নওশাদ সিদ্দিকী।

TwitterFacebookWhatsAppEmailShare

#nowshad siddiqui, #bjp, #Kailash Vijabargiya, #ISF, #whatsapp chat

আরো দেখুন