ISF-এর সঙ্গে BJP-র তলে তলে যোগ? দেবাংশুর টুইটে বিস্ফোরক স্ক্রিনশট
June 16, 2023 | < 1min read
ISF-এর সঙ্গে BJP-র তলে তলে যোগ?
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ২০২১ সালে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের সময় বিজেপি নেতা কৈলাশ বিজয়বর্গীয এবং কেন্দ্রীয় মন্ত্রী নিত্যানন্দ রাইয়ের পিএ-র সাথে ISF নেতা নওশাদ সিদ্দিকী যোগাযোগ রাখতেন? এমনই অভিযোগ এনে দুটি বিস্ফোরক স্ক্রিনশট টুইট করেছেন তৃণমূলের মুখপত্র দেবাংশু ভট্টাচার্য। দৃষ্টিভঙ্গি এই স্ক্রীনশটগুলির সত্যতা যাচাই করেনি।
We often say that BJP creates such partirs just before election to cut votes!
Here u see a leaked WhatsApp chat between ISF leader Nawshad Siddiqui with BJP leader Kalilash Vijayvargiya & PA of central Minister Nityananda Rai during West Bengal assembly election 2021.