← রাজ্য বিভাগে ফিরে যান
হুগলিতে বাজ পড়ে মৃত্যু হল তিন জনের
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: সকাল থেকেই রোদের দাপট। গরমে হাঁসফাঁস করছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ। এই দহনজ্বালা থেকে মুক্তির জন্য বর্ষার অপেক্ষায় হাপিত্যেশ করে বসে দক্ষিণবঙ্গবাসী। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, শুক্রবারও অস্বস্তিকর গরম বজায় থাকবে। রবিবার পর্যন্ত আবহাওয়ার তেমন বদল ঘটবে না। তবে তার পর থেকে কিছুটা স্বস্তি মিলতে পারে দক্ষিণের জেলাগুলিতে। উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী মঙ্গলবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।
এই পরিস্থিতিতে শুক্রবার বিকেলে হঠাৎই বৃষ্টি নামে হুগলির তারকেশ্বর, ধনিয়াখালি, দাদপুর এলাকায়। সঙ্গে মুহুর্মুহু বাজ পড়তে থাকে। আর সেই বাজ পড়েই তিনজনের মর্মান্তিক মৃত্যু হল। এঁদের মধ্যে দু’জন তারকেশ্বর এলাকার বাসিন্দা। অপরজনের বাড়ি দাদপুরে। ঘটনায় শোকের ছায়া নেমেছে এলাকায়।