নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: এখনও অশান্ত মণিপুর। উত্তর-পূর্বের এই রাজ্যের অগ্নিগর্ভ পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন আম জনতা থেকে শুরু করে দেশের রাজনীতিকরা। এবার মণিপুর ইস্যুতে দেশের স্বরাষ্ট্র বিষয়ক সংসদীয় কমিটির বৈঠকের দাবিতে সংশ্লিষ্ট কমিটির চেয়ারপার্সনকে চিঠি লিখলেন তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েন।