রাজ্য বিভাগে ফিরে যান

কবে অস্বস্তিকর গরম থেকে মুক্তি পাবে দক্ষিণবঙ্গ, জানাল আবহাওয়া দপ্তর

June 16, 2023 | < 1 min read

কবে অস্বস্তিকর গরম থেকে মুক্তি পাবে দক্ষিণবঙ্গ

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে শুক্রবার ও শনিবার থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে উত্তরবঙ্গে। এই ভারী বৃষ্টির জেরে নিচু এলাকা যেমন প্লাবিত হওয়ার আশঙ্কা তেমনই ভূমিধ্বস হওয়ার সম্ভাবনা প্রবল।

দক্ষিণবঙ্গের নদিয়া, মুর্শিদাবাদ, বাঁকুড়া, পুরুলিয়া ও পশ্চিম বর্ধমানে আজ এবং আগামীকাল বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।

আজ রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা ২৯ ডিগ্রি। রবিবার বিকেল পর্যন্ত অস্বস্তিকর গরম থাকবে কলকাতায়। বিকেলের পর বৃষ্টি হলেও গরম কমবে না।

১৯ এবং ২০ জুন দক্ষিণবঙ্গের প্রায় প্রত্যেক জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর।

TwitterFacebookWhatsAppEmailShare

#rainfall alert, #West Bengal Weather updates, #Weather Report, #West Bengal, #Weather forecast, #Weather Update

আরো দেখুন