← রাজ্য বিভাগে ফিরে যান
আষাঢ়ের শুরুতেও দেখা নেই বর্ষার! অস্বস্তিকর গরম থেকে কবে রক্ষা পাবে বাংলা?
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আজও অস্বস্তিকর গরম থেকে রেহাই পাচ্ছে না দক্ষিণবঙ্গের মানুষ। স্বাভাবিকের তুলনায় চার-পাঁচ ডিগ্রি বেশি রয়েছে তাপমাত্রা।
আগামী ২৪ ঘণ্টায় কলকাতার তাপমাত্রা থাকবে ৩১ এবং ৩৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে।
হাওয়া অফিস সূত্রে খবর দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় তাপপ্রবাহ চলবে। তালিকায় আছে পুরুলিয়া, বাঁকুড়া,ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদের মতো জেলাগুলি। এই জেলাগুলিতে তাপপ্রবাহের মতো সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও আজ অস্বস্তিকর গরম থাকবে।
আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে প্রায় ৩ দিন ধরে মালদায় দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু আটকে আছে। আগামী সোমবার সেই বাঁধা কেটে যাবে। ২১ জুনের মধ্যে দক্ষিণবঙ্গে প্রবেশ করে যাবে বর্ষা।