← উত্তরবঙ্গ বিভাগে ফিরে যান
খুলতে চলেছে বন্ধ থাকা ডুয়ার্সের দেবপাড়া চা বাগান
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: দেড় মাসের কাছাকাছি বন্ধ ছিল ডুয়ার্সের দেবপাড়া চা বাগান। শুক্রবার জলপাইগুড়ির ডেপুটি লেবার কমিশনারের অফিসে চা বাগানের মালিকপক্ষ ও বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃত্বের উপস্থিতিতে অনুষ্ঠিত ত্রিপাক্ষিক বৈঠকে চা বাগান খোলার বিষয়ে সিদ্ধান্ত হয়।
আগামী ২০শে জুন বাগানটি খুলতে চলেছে বলে জানা গিয়েছে । গত মে মাসে বিভিন্ন কারণে তিন বার বন্ধ হয় চা বাগানটি। অবশেষে সমাধানসূত্র মিলল। এদিন বাগান খুলে যাওয়ায় স্বাভাবিকভাবেই খুশি চা বাগানের প্রায় ১২০০ শ্রমিক এবং তাঁদের পরিবারের সদস্যরা।