দেশ বিভাগে ফিরে যান

মণিপুর নিয়ে নীরব মোদী, সঙ্গত্যাগের হুঁশিয়ারি শরিক NPP-র?

June 18, 2023 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: দেড় মাস অতিক্রান্ত, এখনও জ্বলছে মণিপুর। কার্যত হাতের বাইরে চলে গিয়েছে সে রাজ্যের আইন-শৃঙ্খলা। হিংসা প্রতিনিয়ত বাড়ছে। কেন্দ্রীয় মন্ত্রীর বাড়ি পুড়িয়েছে উন্মত্ত জনতা। দক্ষিণ মণিপুরের সঙ্গে বাকি অংশের যোগাযোগ বিচ্ছিন্ন করতে দিকে দিকে ব্যারিকেড করে রেখেছে কয়েক হাজার মহিলার বাহিনী। শুক্রবার মধ্যরাতে থানা লুটপাটের চেষ্টা হয়েছে। সে রাজ্যের ডবল ইঞ্জিন সরকারের ব্যর্থতায় এবং মোদী সরকারের নিষ্ক্রিয়তায় ফুঁসছে গোটা মণিপুর। ১০টি রাজনৈতিক দলের প্রতিনিধি দল তিনদিন ধরে দিল্লিতে বসে রয়েছে মণিপুর নিয়ে মোদীর সঙ্গে দেখা করার জন্য। অন্যদিকে, মোদী ব্যস্ত তাঁর আসন্ন মার্কিন সফরের প্রস্তুতি নিয়ে। সোমবার তিনি উড়ে যাবেন আমেরিকায়। অন্যদিকে, সঙ্গত্যাগের হুঁশিয়ারি দিয়েছে মণিপুরের ডবল ইঞ্জিন সরকারের শরিক দল ন্যাশনাল পিপলস পার্টি।

মণিপুর নিয়ে বিরোধী দলগুলি ডবল ইঞ্জিন বিজেপি সরকারের সমালোচনায় সরব হয়েছিল প্রথম থেকেই। এবার সরব শরিক দল ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি)। উত্তর-পূর্ব ভারতের নর্থ-ইস্ট ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স অর্থাৎ নেডা-র গুরুত্বপূর্ণ সদস্য এনপিপি। ৬০ আসনের মণিপুর বিধানসভায় এনপিপির ৭ জন বিধায়ক রয়েছে। এনপিপির ভাইস প্রেসিডেন্ট তথা মণিপুরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ইয়ামনাম জয়কুমার সিংহ মণিপুরের হিংসা প্রসঙ্গে এক সংবাদ মাধ্যমকে বলেছেন, তাঁরা নীরব দর্শক হয়ে বসে থাকবেন না। বিজেপির সঙ্গে জোটের বিষয়টি পুনর্বিবেচনা করার জন্য তাঁদের বাধ্য করা হচ্ছে।

মণিপুরে হিংসা রুখতে মোদী সরকারের পরিকল্পনার অভাব রয়েছে বলেই মত ওয়াকিবহাল মহলের। শরিক দলের বক্তব্য, রাজ্য এবং‌ কেন্দ্রের দায়িত্ব মানুষকে নিরাপত্তা দেওয়া। কিন্তু যথাযথ পরিকল্পনার অভাব রয়েছে। তাদের সাফ কথা পরিস্থিতির কোনও উন্নতি লক্ষ্য করা যাচ্ছে না।

TwitterFacebookWhatsAppEmailShare

#Narendra Modi, #Manipur, #NPP, #Manipur violence

আরো দেখুন