রাজ্য বিভাগে ফিরে যান

রাজভবনে পশ্চিমবঙ্গ দিবস পালন, ধনখড়ের জুতোয় পা গলাচ্ছেন বোস?

June 18, 2023 | < 1 min read

ধনখড়ের জুতোয় পা গলাচ্ছেন বোস?

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আগামী ২০ জুন রাজভবনে পালিত হতে চলেছে পশ্চিমবঙ্গ দিবস। জগদীপ ধনখড় বাংলার রাজ্যপাল থাকাকালীন প্রতি বছর দিনটি পালিত হত রাজভবনে। অর্থাৎ জগদীপ ধনখড়ের আমলে যা হত, সিভি আনন্দ বোসের সময়ে একই জিনিস হবে। রাজনীতির কারবারিরা, এমনকি রাজনৈতিক বিশেষজ্ঞ মহল পশ্চিমবঙ্গ দিবসকে বিজেপির রাজনৈতিক কর্মসূচি হিসেবেই দেখেন।

পশ্চিমবঙ্গ দিবস আদপে বিজেপির অ্যাজেন্ডাই, এমনটাই বলেন বিরোধী রাজনীতিকরা। বিজেপির দাবি, শ্যামাপ্রসাদের নেতৃত্বেই ১৯৪৭ সালের ২০ জুন আনুষ্ঠানিকভাবে ভারতের অংশ হয় পশ্চিমবঙ্গ। বিজেপি আরও দাবি করে, শ্যামাপ্রসাদপন্থী ৫৪ জন বিধায়কের জন্যেই পশ্চিমবঙ্গ স্বীকৃতি পেয়েছিল। শ্যামাপ্রসাদের দাবি ছিল, দেশ ভাগ করলে বাংলাকেও ভাগ করে, রাজ্যের হিন্দুপ্রধান অঞ্চলগুলি নিয়ে পশ্চিমবঙ্গ তৈরি করতে হবে। যা হিন্দুপ্রধান ভারতের অংশ হিসেবে থাকবে। বিজেপির দাবি, শ্যামাপ্রসাদের সেই লড়াইয়ের ফলশ্রুতিতে পশ্চিমবঙ্গের জন্ম। তাই জুন মাসে ২০ তারিখ প্রতি বছর বাংলার গেরুয়া শিবির। সেই উদযাপনই হবে রাজভবনে।

সাম্প্রতিক ইতিহাস রাজ্যপাল ও রাজ্যের সংঘাত চরমে উঠেছিল ধনখড়ের আমলে। তিনি দেশের উপরাষ্ট্রপতি হাওয়ার পর কয়েক মাসের জন্যে লা গণেশনকে দায়িত্ব দিলেও; নভেম্বরে রাজ্যপাল হন সি ভি আনন্দ বোস। প্রথমটায় অন্য রকম হলেও, তিনি ধীরে ধীরে কেন্দ্রের ক্ষমতাসীন দলের রাজ্য নেতৃত্বের সুরে সুর মেলাচ্ছেন বলে অভিযোগ উঠছে। অপরদিকে, বাড়ছে রাজ্যের সঙ্গে সংঘাত। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাজভবনকে এড়িয়ে চললেও, সুকান্তদের সঙ্গে বেশ সুসম্পর্ক রয়েছে রাজ্যপালের, অন্তত তেমনটাই খোলা চোখে দৃশ্যমান। এবার বর্তমান রাজ্যপাল আনন্দ বোস পশ্চিমবঙ্গ দিবস পালন করবেন। তিনিও কি ধনখড়ের পথেই হাঁটতে আরম্ভ করলেন?

TwitterFacebookWhatsAppEmailShare

#Raj Bhavan, #Cv Ananda bose, #West Bengal day

আরো দেখুন