← দক্ষিণবঙ্গ বিভাগে ফিরে যান
উত্তরবঙ্গের পর দক্ষিণবঙ্গে ঢুকছে বর্ষা, জানুন কবে
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: উত্তরবঙ্গে ইতিমধ্যেই প্রবেশ করেছে বর্ষা। আর এবার দক্ষিণবঙ্গে প্রবেশ করতে চলেছে বর্ষা। আগামী ১৯শে জুন থেকে ২২শে জুনের মধ্যে দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আপাতত কলকাতা-সহ উপকূলের জেলাগুলিতে বিকেলের দিকে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা জানিয়েছে হাওয়া অফিস। তবে আগামী ২ দিন দক্ষিণবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, দুই বর্ধমান, নদিয়া ও পশ্চিম মেদিনীপুরে তাপপ্রবাহের সম্ভাবনাও আছে।
অন্যদিকে উত্তরবঙ্গে ইতিমধ্যেই বর্ষা প্রবেশ করেছে। আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কালিম্পং ও দার্জিলিঙের বেশ কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। তবে, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে চলবে তাপপ্রবাহ।