বিনোদন বিভাগে ফিরে যান

সিনেমার পর্দায় সূর্যশেখর গঙ্গোপাধ্যায়ের জীবন, শীতে আসছে ‘দাবাড়ু’

June 18, 2023 | < 1 min read

শীতে আসছে ‘দাবাড়ু’

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: সাদা, কালো চৌষট্টি খোপের লড়াই যা মগজের পুষ্টি বাড়ায়, এবার সেই লড়াই নিয়েই ছবি বানাচ্ছে পথিকৃৎ বসু। শীতে মুক্তি পেতে চলেছে দাবাড়ু। গতকাল অর্থাৎ শনিবার দুপুরে উইন্ডোজের তরফে সমাজ মাধ্যমে দাবাড়ুর পোস্টার প্রকাশ করা হয়। ছবিতে উঠে আসবে সূর্যশেখর গঙ্গোপাধ্যায়ের বর্ণময় জীবন। মাত্র পাঁচ বছর বয়স থেকে দাবা খেলতে আরম্ভ করেছিলেন সূর্যশেখর, একের এক পদক জিতে তিনি হয়ে উঠেছিলেন অন্যতম সেরা দাবাড়ু। মাত্র ১৯ বছর বয়সে রেকর্ড গড়ে দাবার গ্র্যান্ডমাস্টার হয়েছিলেন সূর্যশেখর গঙ্গোপাধ্যায়। তাঁর কাহিনীই এবার রুপোলি পর্দায়।

ছবির প্রযোজনার দায়িত্ব রয়েছে উইন্ডোজ। পরিচালনা করছেন পথিকৃৎ বসু। ছবিতে অভিনয় করছেন ঋতুপর্ণা সেনগুপ্ত, দীপঙ্কর দে, চিরঞ্জিৎ চক্রবর্তী, কৌশিক সেন প্রমুখের মতো তারকারা। পোস্টারের ছবি পোস্ট করে প্রযোজনা সংস্থার তরফে লেখা হয়, “উত্তর কলকাতার রক থেকে প্রতিকূলতার বেড়া ডিঙিয়ে এক বাঙালির বিশ্বমঞ্চে উঠে আসার গল্প— সূর্যশেখর গঙ্গোপাধ্যায়ের বর্ণময় জীবন থেকে অনুপ্রেরণা নিয়েই উইন্ডোজ প্রযোজিত, নন্দিতা রায় এবং সঞ্জয় আগরওয়াল নিবেদিত, পথিকৃৎ বসুর পরের ছবি- দাবাড়ু।” পোস্টারে দেখা যাচ্ছে, একটি দাবার বোর্ডের উপর একটি বাচ্চার হাত, সে বোড়ে রাজাকে কিস্তিমাত করছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Pathikrit Basu, #Bengali Cinema, #windows production, #nandita rao, #Dabaru

আরো দেখুন