রাজ্য বিভাগে ফিরে যান

আকাশে কালো মেঘের ঘনঘটা, মুষলধারে বৃষ্টি, অবশেষে কি বর্ষার আগমন দক্ষিণবঙ্গে?

June 19, 2023 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি:অসহ্যকর গরমে এতদিন চাতক পাখির মত বৃষ্টির অপেক্ষায় ছিল দক্ষিণবঙ্গবাসী। আজ ভোর থেকেই আকাশ ঢেকেছিল ঘন কালো মেঘে। অবশেষে কলকাতাসহ দক্ষিণবঙ্গে দেখা মিলল স্বস্তির বৃষ্টি। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হুগলি, নদিয়া ও পূর্ব বর্ধমানে বজ্রবিদ্যুৎ-সহ প্রাক্ বর্ষার বৃষ্টি হবে। ৩০-৪০ কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া।

হাওয়া অফিস জানিয়েছে, ২০ জুন মঙ্গলবার এবং ২১ জুন বুধবার দক্ষিণবঙ্গ জুড়ে বজ্রপাত-সহ বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। বৃহস্পতিবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং মুর্শিদাবাদের কোনও কোনও জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা।

অন্যদিকে আরও দু-একদিন তাপপ্রবাহের সম্ভাবনা পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলায়।

উত্তরবঙ্গে আগামী ৫দিন ভারী বৃষ্টি চলবে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ,আলিপুরদুয়ার, কোচবিহারে বৃষ্টিপাতের পরিমাণ বেশি থাকবে। মালদা এবং দুই দিনাজপুরে হালকা বৃষ্টি চলবে। জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী থেকে থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #Weather forecast, #Rain, #Weather Update, #Weather Report

আরো দেখুন