দেশ বিভাগে ফিরে যান

মোদী আমলে দেশ ছাড়ার হিড়িক! ছ’মাসে ভারত ছাড়ল সাড়ে ছ’হাজার কোটিপতি?

June 20, 2023 | < 1 min read

ছ’মাসে ভারত ছাড়ল সাড়ে ছ’হাজার কোটিপতি, ফাইল ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: মোদী আমলে দেশ ছাড়ার হিড়িক লেগেছে। অসংখ্য মানুষ ভারতের নাগরিকত্ব ছেড়েছেন। কেবল আম জনতা নয়, কোটিপতিরাও দেশ ছাড়ছেন। মনে করা হচ্ছে, জটিল কর ব্যবস্থাসহ একাধিক সমস্যার জেরে; হাজার হাজার ভারতীয় কোটিপতি দেশ ছাড়ছেন। কেবলমাত্র ২০২৩ সালেই সংখ্যাটা সাড়ে ছয় হাজারে পৌঁছেছে। হেনলি প্রাইভেট ওসেল্থ মাইগ্রেশন রিপোর্ট ২০২৩-এ সম্প্রতি এমনই উদ্বেগ প্রকাশ করা হয়েছে।

গোটা বিশ্বে সম্পত্তি ও বিনিয়োগের ঠিকানা বদলের উপর নজর রাখে এই সংস্থা। ১০ লক্ষ ডলার বা তার বেশি বিনিয়োগকারীদেরই হাই নেট ওয়ার্থ ইনডিভিজুয়ালসের তালিকায় স্থান দেওয়া হয়েছে। প্রকাশিত রিপোর্টে চিনের পর দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। শেষ এক দশকে কোটিপতিদের দেশছাড়ার হিড়িক উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। প্রাইভেট ওয়েল্থ অ্যান্ড ফ্যামিলি অফিসেসের কর্মকর্তারা দেশ ছাড়ার কারণ হিসেবে, ভারতের জটিল কর ব্যবস্থাকে দায়ী করছেন। বিদেশ থেকে উপার্জিত অর্থকে অধিকাংশ ক্ষেত্রেই ভুলভাবে ব্যাখ্যা হয়। ঝামেলা এড়াতে দেশের কোটিপতিরা দুবাই ও সিঙ্গাপুরকে বিকল্প হিসেবে বেছে নিচ্ছেন। অনুমান করা হচ্ছে ক২০২৩ সালের শেষ দেশ ছাড়ার সংখ্যাটা পৌঁছবে ১ লক্ষ ২২ হাজারে। ২০২৪ সালে সংখ্যাটা ১ লক্ষ ২৮ হাজারে গিয়ে ঠেকবে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Modi Government, #Millionaires, #India

আরো দেখুন