← রাজ্য বিভাগে ফিরে যান
কেন্দ্রীয় বাহিনী দিয়েই রাজ্যের পঞ্চায়েত ভোট, নির্দেশ সুপ্রিম কোর্টের
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আসন্ন পঞ্চায়েত নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে দেশের সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হয়েছিল রাজ্য নির্বাচন কমিশন এবং রাজ্য সরকার। ওই মামলার শুনানিতেই আজ সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্টের রায়ই বহাল রাখল। হাইকোর্টের রায়ে কোনও হস্তক্ষেপ করবে না দেশের শীর্ষ আদালত।
সূত্র মারফত জানা যাচ্ছে, প্রতি জেলার জন্য দুই কোম্পানি সেনাবাহিনী চেয়ে কেন্দ্রের কাছে আবেদন করছে নির্বাচন কমিশন।