আন্তর্জাতিক বিভাগে ফিরে যান

ওমিক্রনের জন্য সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি ভ্যাকসিনকে ছাড়পত্র দিল DCGI

June 21, 2023 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ভারতের ড্রাগ কন্ট্রোল জেনারেল (ডিসিজিআই) জেনোভা বায়োফার্মাসিউটিক্যালস লিমিটেডের তৈরি ওমিক্রনের জন্য নির্দিষ্ট একটি বুস্টার ভ্যাকসিনকে জরুরি ব্যবহারের জন্য অনুমোদন (EUA) দিল।

‘মিশন কোভিড সুরক্ষা’-এর অধীনে থাকা বায়োটেকনোলজি বিভাগের (ডিবিটি) সহযোগিতায় জেনোভা বায়োফার্মাসিউটিক্যালস GEMCOVAC-OM নামের এই ভ্যাকসিনটি তৈরি করেছে।

ভ্যাকসিনটি দেশীয় প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে। যারা Covishield এবং Covaxin এর দুটি ডোজ পেয়েছেন তাদের এটি বুস্টার হিসাবে দেওয়া যেতে পারে।

GEMCOVAC-OM একটি ‘থার্মোস্টেবল’ ভ্যাকসিন। অর্থাৎ, এই ভ্যাকসিনের জন্য mRNA-ভিত্তিক ভ্যাকসিনগুলির মতো ‘কোল্ড চেইন’ পরিকাঠামোর প্রয়োজন হয় না। এর ফলে সহজেই দেশের যে কোনও প্রান্তে এই ভ্যাকসিন পাঠানো সম্ভব।

জানা গিয়েছে, প্রথাগত সিরিঞ্জের পরিবর্তে একটি সুই-মুক্ত ইনজেকশন ডিভাইস সিস্টেম ব্যবহার করে টিকাটি দেওয়া হবে। ফলে সুই ফোঁটানোর ভয় আরা থাকল না!

ভ্যাকসিনটির ক্লিনিকাল ট্রায়ালের ফলাফলও বেশ ভাল। কোনওরকম পার্শ্বপ্রতিক্রিয়ার খবর পাওয়া যায় নি।

TwitterFacebookWhatsAppEmailShare

#covid 19, #vaccine, #DCGI, #Omicron

আরো দেখুন