দেশ বিভাগে ফিরে যান

অশান্ত মণিপুরকে নিয়ে ২৪ জুন দিল্লিতে সর্বদলীয় বৈঠক ডাকল স্বরাষ্ট্র মন্ত্রক

June 21, 2023 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: প্রায় দেড় মাসেরও বেশি সময় ধরে জাতিগত হিংসায় আক্রান্ত মণিপুর। এই বিষয়ে প্রধানমন্ত্রীর মৌনতা নিয়ে ক্ষোভের পারদ চড়ছে রাজনৈতিক মহলে। তার জের ধরেও আগামী ২৪ জুন বেলা ৩ টেয় দিল্লিতে সর্বদলীয় বৈঠক ডাকলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

প্রসঙ্গত, মণিপুরের হাল ধরতে নয়াদিল্লি এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বিশেষ আর্জি জানাতে চেয়েছিল উপদ্রুত রাজ্যের তিন-তিনটি রাজনৈতিক প্রতিনিধি দল। কিন্তু শেষ পর্যন্ত খালি হাতেই ফিরতে হচ্ছে তাঁদের।

সংবাদমাধ্যমের খবর, মঙ্গলবার মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজিপ্ট সফরে রওনা হওয়ার দরুন প্রধানমন্ত্রীব্যস্ততার কারণে মণিপুরের কোনও প্রতিনিধি দলের সঙ্গেই সাক্ষাৎ করতে পারেননি৷ এই তিনটি প্রতিনিধি দলের মধ্যে একটি সে রাজ্যের বিজেপি বিধায়কদের, অন্যটি রাজ্যের বিধানসভা অধ্যক্ষের নেতৃত্বাধীন বিশেষ প্রতিনিধি দল এবং তৃতীয়টি হল গত ১০ জুন থেকে রাজধানী দিল্লিতে অপেক্ষারত প্রধানমন্ত্রীর সাক্ষাৎপ্রার্থী ১০ টি প্রধান বিরোধী দলের প্রতিনিধিরা।

TwitterFacebookWhatsAppEmailShare

#New Delhi, #Amit shah, #Manipur violence

আরো দেখুন