বিনোদন বিভাগে ফিরে যান

The Trial: যীশুর বিরুদ্ধে অভিযোগ আদৌ কী সত্যি? প্রমাণ করবেন স্ত্রী Kajol

June 21, 2023 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বাঙালি অভিনেতা যীশু সেনগুপ্ত, যিনি ক্যারিশম্যাটিক ও স্বাভাবিক অভিনয় দক্ষতার জন্য পরিচিত। কয়েকদিন আগেই মুক্তি পেয়েছে তাঁর নতুন ওয়েব সিরিজ ‘দ্য ট্রায়াল’-এর ট্রেলার। এটি একটি একটি কোর্টরুম ড্রামা। আগামী ১৪ জুলাই ডিজনি প্লাস হটস্টারে মুক্তি পাবে এই সিরিজটি।

‘দ্য ট্রায়াল’-এ সম্পূর্ণ ভিন্ন অবতারে দর্শকদের বিনোদন দিতে প্রস্তুত যীশ। তাঁর বিপরীতে অভিনয় করেছেন বলিউড অভিনেত্রী কাজল। যীশু এবং কাজলের সম্পর্কের রসায়ণ এখানে ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে৷

যীশু এই ওয়েব সিরিজে অভিনয় করেছেন অ্যাডিশনাল জাজ রাজীব সেনগুপ্তর চরিত্রে ৷ তাঁর বিরুদ্ধে অভিযোগ ওঠে যে এই বিচারক ন্য়ায় বিচার করেন না ৷ বরং যৌন সম্পর্কের বদলে সে অপরাধীদের সুবিধা পাইয়ে দেন ৷ শেষ পর্যন্ত এই কারণে তাঁকে গ্রেপ্তারও করা হয় ৷ সেই বিচারকেরই স্ত্রী’র ভূমিকায় অভিনয় করেছেন কাজল ৷ তাঁকে দেখা যাবে একজন আইনজীবীর ভূমিকায়, তাঁর চরিত্রের নাম নয়নিকা।

স্বামী গ্রেপ্তার হওয়ার পর নয়নিকা জীবন নিয়ে লড়াই শুরু হয় ৷ দুই সন্তানকে নিয়ে তাঁর সংগ্রাম শুরু হয় ৷ একসময় রাজীবই তাকে তাঁর মামলা লড়তে অনুরোধ করে ৷ কোনদিকে গড়াবে এই লড়াইয়ের কাহিনী, তা জানতে এখন মুখিয়ে রয়েছেন দর্শকরা ৷

সুপর্ণ এস বর্মা পরিচালিত ‘দ্য ট্রায়াল’-এ কাজল, যীশু ছাড়াও রয়েছেন আলি খান, শিবা চাড্ডা, আমির আলি, কুব্রা সাইতের মতো অভিনেতা অভিনেত্রীরা ৷

TwitterFacebookWhatsAppEmailShare

#Web Series, #Kajol, #Trial, #Jisshu Sengupta

আরো দেখুন