খেলা বিভাগে ফিরে যান

#SAFFChampionship2023: সুনীলের দুরন্ত হ্যাট্রিক, ৪-০ গোলে পাক বধ ভারতের

June 21, 2023 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বেঙ্গালুরুর কান্তিরাভা স্টেডিয়ামে সাফ কাপে সুনীলদের দুরন্ত লড়াইয়ে ৪-০ গোলে পাক বধ ভারতের। প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে ২-০ গোল দিয়ে বিপক্ষকে চেপে ধরেছিল ভারত। তবে এগিয়ে থাকলেও লাল কার্ড দেখতে হয়েছিল ভারতীয় কোচ ইগর স্টিমাচকে। ম্যাচের বাকি সময় ভারতীয় দলকে সাপোর্ট দেন সহকারি কোচ মহেশ গাওলি। প্রথমার্ধে ভারতের পক্ষে দুটি গোলই করলেন সুনীল ছেত্রী। ১০ ও ১৬ মিনিটে গোল দুটি করেন তিনি। আন্তর্জাতিক ফুটবলে সুনীলের ৮৯টি গোল হয়ে গেল। টপকে গেলেন মালয়েশিয়ার মোক্তার দাহারিকে। এখন মেসির (১০৩) পরেই রয়েছেন তিনি।

আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে বেশি গোল রয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। তিনি ২০০টি ম্যাচে ১২৩টি গোল করেছেন। এর পর ইরানের আলি দায়ি ১৪৮টি ম্যাচে ১০৯টি গোল করেছেন। তিনে মেসি। ১৭৫ ম্যাচে তাঁর গোল ১০৩। চারে সুনীল। তিনি ১৩৮তম ম্যাচে ৮৯ গোল করলেন।


দ্বিতীয়ার্ধে ৭৪ মিনিটের মাথায় ফের গোল দিয়ে হ্যাট্রিক করলেন সুনীল ছেত্রী। ৮১ মিনিটের মাথায় গোল দিলেন ভারতের উদন্ত সিং কুমাম। ভারত-পাকিস্তান খেলার ৮৩ মিনিটের মাথায় ফলাফল হয় ৪-০।

নির্ধারিত ৯০ মিনিট শেষে অতিরিক্ত সময়েও গোল করতে পারেনি পাকিস্তান। এই উত্তেজনাময় ম্যাচে শুরু থেকেই আধিপত্য বজায় রেখে সহজেই জয় ছিনিয়ে নিল সুনীলরা তার সঙ্গে বজায় রাখলো পুরনো খেতাব। কারণ, গতবারের চ্যাম্পিয়ন ভারতই। সব মিলিয়ে মোট আটবার সাফ চ্যাম্পিয়ন ভারত। ২০১৭ সালের অক্টোবরে শেষ এখানে খেলেছিল ভারত। সেই ম্যাচে ম্যাকাওকে ৪-১ গোলে হারিয়ে ২০১৯ সালের AFC এশিয়ান কাপের যোগ্যতা অর্জন করেছিল ভারত।

TwitterFacebookWhatsAppEmailShare

#IND vs PAK, #SAFF Championship 2023

আরো দেখুন