দেশ বিভাগে ফিরে যান

Duronto Express-এ স্লিপার বদলে থার্ড এসি কোচ! কতটা মহার্ঘ হবে যাত্রী ভাড়া?

June 21, 2023 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বাড়তে চলেছে দুরন্ত এক্সপ্রেসের যাত্রী ভাড়া। রেলমন্ত্রক সূত্রে খবর, এবার এই ট্রেনে স্লিপার কোচ তুলে দিয়ে বসানো হবে সমসংখ্যক থার্ড এসি কোচ। ফলে এবার থেকে তিনগুণ বেশি ভাড়া গুনতে হবে আম জনতাকে।

এতদিন যাঁরা দুরন্ত এক্সপ্রেসের স্লিপার ক্লাসে যাত্রা করতেন, তাঁদেরকে এবার থেকে থার্ড এসি কোচের টিকিট কিনতে হবে বেশি ভাড়া দিয়েই। যেমন নাগপুর-মুম্বই দুরন্তের স্লিপার ক্লাসের ভাড়া যাত্রীপিছু ৬০০ টাকা। থার্ড এসির ভাড়া মাথাপিছু ১ হাজার ৮০০ টাকা। অর্থাৎ, দুরন্তে এসি কোচের মাশুল হিসেবে তিনগুণ বেশি ভাড়া দিতে বাধ্য হবেন যাত্রীরা।

জানা গিয়েছে, ইতিমধ্যেই নাগপুর-মুম্বই দুরন্ত এক্সপ্রেসের আটটি স্লিপারের মধ্যে ৬টি কমিয়ে দিয়েছে রেল। পরিবর্তে সেখানে যুক্ত করা হয়েছে ৬টি থার্ড এসি কোচ। আগামীদিনে পর্যায়ক্রমে দেশের ২৪টি রুটে চলা দুরন্ত এক্সপ্রেসে একই পরিকল্পনা করা হচ্ছে।

এখনও পর্যন্ত রাজধানী, শতাব্দী, বন্দে ভারত, তেজস এক্সপ্রেসের মতো একাধিক ট্রেনের ডায়নামিক ভাড়া নিয়ে ভুরি ভুরি অভিযোগ রয়েছে রেলযাত্রীদের। এই পরিস্থিতিতে সরকারিভাবে কোনও মন্তব্য করতে রাজি হয়নি রেল বোর্ড। এমনকী নাগপুর-মুম্বই দুরন্ত এক্সপ্রেসের বর্ধিত ভাড়া নিয়ে কোনও জবাব পাওয়া যায় নি রেলের কাছ থেকে। তবে মন্ত্রক সূত্রে জানা গেছে, কিছু ক্ষেত্রে স্লিপার বদল করে ইকনমি থার্ড এসি কোচ দেওয়া হতে পারে।

TwitterFacebookWhatsAppEmailShare

#third AC coach, #journey, #Durant Express

আরো দেখুন