রাজ্য পঞ্চায়েত ভোটে NHRC-র পর্যবেক্ষক নিয়োগের সিদ্ধান্ত খারিজ হাইকোর্টে
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বাংলার পঞ্চায়েত নির্বাচনে জাতীয় মানবাধিকার কমিশন স্বতঃপ্রণোদিতভাবে পর্যবেক্ষক নিয়োগ করতে চেয়েছিল। এ ব্যাপারে রাজ্য সরকার ও নির্বাচন কমিশনকে চিঠিও দেয় তারা। কিন্তু জাতীয় মানবাধিকার কমিশনের কমিশনার নিয়োগের সিদ্ধান্ত খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট।
মানবাধিকার কমিশনের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা করে রাজ্য নির্বাচন কমিশন। তাদের বক্তব্য ছিল, রাজ্য নির্বাচন কমিশন একটি স্বশাসিত সংস্থা। পর্যবেক্ষক নিয়োগ করার হলে তারাই করবে। এখানে জাতীয় মানবাধিকার কমিশন কোনওভাবেই তা করতে পারে না। নজরদারির কোনও এক্তিয়ার জাতীয় মানবাধিকার কমিশনের নেই।
শুক্রবার বিচারপতি সব্যসাচী ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে কমিশনের মামলার শুনানি ছিল। শুনানি শেষে, রাজ্য নির্বাচন কমিশনের বক্তব্যকেই মান্যতা দিল উচ্চ আদালত। জানিয়ে দিল, নির্বাচনে জাতীয় মানবাধিকার কমিশনের পর্যবেক্ষক নিয়োগ করতে পারবে না। যার ফলে স্বস্তিতে নির্বাচন কমিশন।