কলকাতা বিভাগে ফিরে যান

কলকাতার ইতিহাসকে একত্র করে তৈরি হচ্ছে আর্কাইভ তথা উৎকর্ষ কেন্দ্র

June 23, 2023 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: নগর কলকাতার বয়স তিনশো বছর কিন্তু গাঙ্গেয় ভূখণ্ডটির সৃষ্টি হয়েছিল কবে? কবে এখানে প্রথম জনপদই গড়ে উঠেছিল? ইতিহাসে মতের অভাব নেই। গবেষকদের নানান তত্ত্বর ভিড়, কেউ বলেন ১২০০ থেকে ১৩০০ বছর আগে এই ভূখণ্ড তৈরি হয়েছিল। আনুমানিক ৭০০ থেকে ৮০০ বছর আগে এখানে গড়ে উঠেছিল বসতি। আবার অন্য একটি মতে, প্রায় সাত হাজার বছর আগে তৈরি এই ভূখণ্ড। জনবসতি নিয়ে মতে অন্ত নেই! এই সব নানান তথ্যকে এবার নিয়ে আসা হচ্ছে এক ছাতার নীচে। কলকাতার ইতিহাসকে একত্রে নিয়ে আর্কাইভ তথা উৎকর্ষ কেন্দ্র গড়েছে কলকাতা পুরসভা। টাউন হলে তৈরি হবে ডিজিটাল গবেষণাকেন্দ্র। আলিনগর থেকে কলকাতা গোটা যাত্রাপথ ছোঁয়া হবে। নবাবি আমল খাঁ, ব্রিটিশ শাসন, গঙ্গার ঘাট থেকে নানা দর্শনীয় স্থান, সবকিছুই উঠে আসবে এখানে।

চিত্রশিল্পী শুভাপ্রসন্নর নেতৃত্বে একটি বিশেষ কমিটি গড়া হয়েছে, এই কাজে প্রায় দু-কোটি টাকা ব্যয় হবে। কলকাতা পুরসভার কর্তৃপক্ষের বক্তব্য, কলকাতা ভূখণ্ড গড়ে ওঠার যাবতীয়, তথ্য কোথাও এক জায়গায় লিপিবদ্ধ নেই। তাই এই উদ্যোগ, এবার থেকে এগুলি ডিজিটাল আকারে দেখার সুযোগ পাবেন সাধারণ মানুষ। সব যুগের তথ্য একত্রিত করা হচ্ছে। প্রাক ব্রিটিশ পর্ব, ইংরেজ আমল, স্বাধীনতা পরবর্তী সময় থেকে শিল্পকলা, সাহিত্য, সঙ্গীত চর্চাসহ সবই স্থান পাচ্ছে আর্কাইভে। তথ্য সমৃদ্ধ উৎকর্ষ কেন্দ্র গড়তে চাইছে পুরসভা। যাতে কলকাতা নিয়ে কেউ গবেষণা করতে চাইলে এক জায়গায় সব তথ্য পেতে পারেন।

TwitterFacebookWhatsAppEmailShare

#Kolkata Municipal Corporation, #Archives museum, #Kolkata

আরো দেখুন