আজ রাজ্যে ভারী বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দপ্তরের
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আজকের সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি থাকবে।
সব জায়গায় প্রায় বৃষ্টি হলেও দক্ষিণবঙ্গের অনেক জেলায় কবে ঢুকবে বর্ষা এই প্রশ্ন প্রায় করা হচ্ছিল আবহাওয়া দপ্তরকে। অবশেষে গতকাল রাত থেকে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় ভারী বৃষ্টি শুরু হয়েছে।
আলিপুর আবহাওয়া দপ্তর জানাল আজ কলকাতা, দক্ষিণ ২৪ পরগণা, উত্তর ২৪ পরগণা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, মুর্শিদাবাদ, নদিয়া, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূমে বজ্র-বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
দক্ষিণবঙ্গের সব জেলায় আগামী মঙ্গলবার পর্যন্ত হলুদ সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর।
আগামী ৪৮ ঘণ্টা উত্তরবঙ্গের কোচবিহার, আলিপুরদুয়ার, দার্জিলিংয়ে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।
আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে রাজ্যের কিছু জায়গায় রাতে ৩-৪ ডিগ্রি তাপমাত্রা কমতে পারে ও টানা বৃষ্টি না হলে আদ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে।