দেশ বিভাগে ফিরে যান

মণিপুরে আবার টার্গেট মন্ত্রীর সম্পত্তি, পুড়ে ছাই গুদামখানা

June 24, 2023 | < 1 min read

মণিপুরের মন্ত্রী এল সুসিন্দ্রর গুদামখানায় আগুন ধরিয়ে দেয়। ছবি সৌজন্যে: PTI

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: থামছে না হিংসা। শনিবার পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে একদল লোক ইম্ফল পূর্ব জেলার চিঙ্গারেলে মণিপুরের মন্ত্রী এল সুসিন্দ্রর একটি ব্যক্তিগত গুদামখানায় আগুন ধরিয়ে দেয় এবং তা ছাই হয়ে যায়।

শুক্রবার রাতে একই জেলার খুরাইয়ে ভোক্তা ও খাদ্য বিষয়ক মন্ত্রী এল সুসিন্দ্রর আরেকটি সম্পত্তি এবং তার বাসভবনে অগ্নিসংযোগের চেষ্টা করা হলেও সময়মতো হস্তক্ষেপে তা প্রতিরোধ করা হয়।

নিরাপত্তা বাহিনী মধ্যরাত পর্যন্ত কয়েক রাউন্ড টিয়ারগ্যাস শেল নিক্ষেপ করে যাতে জনতা এই মন্ত্রীর খুরাইয়ের বাসভবন ঘেরাও করতে না পারে, পুলিশ জানিয়েছে।

এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

TwitterFacebookWhatsAppEmailShare

#Manipur Crisis, #Manipur, #Manipur violence

আরো দেখুন