দেশ বিভাগে ফিরে যান

উল্লেখযোগ্য কোনও উন্নতি ঘটেনি, লিঙ্গ বৈষম্যের সূচকে ১২৭ নম্বরে ভারত!

June 24, 2023 | < 1 min read

ছবি সৌজন্যে: ForumIASBlog

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বেটি বাঁচাও বেটি পড়াও-এর ডাক দিয়েছিলেন নরেন্দ্র মোদী। ওয়ার্ল্ড ইকনমিক ফোরাম যে রিপোর্ট প্রকাশ করেছে তাতে দেখা গেছে লিঙ্গ বৈষম্যের নিরিখে ভারতের পরিস্থিতির উল্লেখযোগ্য কোনও উন্নতি ঘটেনি।

ওয়ার্ল্ড ইকনমিক ফোরামের ২০২৩ সালের বার্ষিক জেন্ডার গ্যাপ রিপোর্টে একথা জানানো হয়েছে। গত বছরের রিপোর্টে ভারতের স্থান ছিল ১৩৫। চলতি বছরে সেই জায়গা থেকে ১.৪ শতাংশ উন্নতি করে ১২৭ নম্বরে জায়গা পেয়েছে ভারত। প্রতিবেশী দেশের মধ্যে একমাত্র পাকিস্তান ছাড়া বাকি সব দেশই ভারতের থেকে এগিয়ে।

লিঙ্গ-ব্যবধান সমীক্ষায় দেখা হয়— রাজনৈতিক ক্ষমতায়ন, অর্থনীতিতে অংশগ্রহণ ও সুযোগ-বিন্যাস, স্বাস্থ্য ও আয়ু এবং শিক্ষা— এই চারটি ক্ষেত্রে মহিলা ও পুরুষের ব্যবধান কতখানি।

রিপোর্ট বলছে, তালিকায় পাকিস্তান রয়েছে ১৪২ নম্বরে। আর ১০৭ তম স্থানে চীন। তালিকায় নেপাল ১১৬, শ্রীলঙ্কা ১১৪ এবং ভুটান ১০৩ নম্বরে। তবে বাংলাদেশ এই জায়গায় অনেকটাই এগিয়ে। চলতি বছরের হিসেবে শেষ হাসিনার দেশের স্থান ৫৯। অন্যদিকে প্রতি বছরের মতো তালিকায় এবারেও প্রথম স্থান নিয়েছে আইসল্যান্ড। টানা ১৪ বছর ধরে আইসল্যান্ড নারী ও পুরুষদের সমানাধিকারের ক্ষেত্রে ধারাবাহিকভাবে সফল।

TwitterFacebookWhatsAppEmailShare

#India, #Women, #Gender inequality, #world economic forum, #gendergap

আরো দেখুন