ভারতীয় দলের মিডফিল্ডার অনিরুদ্ধ থাপাকে সই করিয়ে চমক দিল সবুজ-মেরুন শিবির
June 24, 2023 | < 1min read
ভারতীয় দলের বর্তমান মিডফিল্ডারকে সই করিয়ে চমক দিল সবুজ-মেরুন শিবির।
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ভারতীয় দলের বর্তমান মিডফিল্ডারকে সই করিয়ে চমক দিল সবুজ-মেরুন শিবির।
আগামী ৫ বছরের জন্য মিডফিল্ডার অনিরুদ্ধ থাপাকে সই করালো মোহনবাগান সুপার জায়ান্টস। ISL-এ অনিরুদ্ধ থাপা খেলতেন চেন্নাইয়ান এফসিতে।
বর্তমানে সাফ কাপ খেলছেন ভারতের হয়ে অনিরুদ্ধ থাপা। তিনি বলেছেন ফুটবল খেলা শুরু করার সময় থেকেই ডার্বির কথা শুনতেন। ছোটবেলায় পৈলান অ্যারোজ়ে খেলার সময় বা কল্যাণী স্টেডিয়াম জাতীয় বয়সভিত্তিক দলের অনুশীলন করতেন, তখন ডার্বি হলেই যুবভারতীতে খেলা দেখতে যেতেন অনিরুদ্ধ থাপা। মোহনবাগান সমর্থকদের আবেগ গ্যালারি থেকে দেখেছেন নিজের চোখে। অনিরুদ্ধ থাপা আরও বলেন তিনি ভাবতেই পারছেন না হাজার হাজার সমর্থকদের সামনে উনি সবুজ মেরুন জার্সি গায়ে মাঠে খেলবেন।