SAFF Cup-এ ভারতের টানা দ্বিতীয় জয়, ২-০ হারাল নেপালকে
June 24, 2023 | < 1min read
SAFF Cup-এ ভারতের টানা দ্বিতীয় জয়
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আজ শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে সাফ কাপের ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত ও নেপাল।
প্রথমার্ধ গোশূন্যে শেষ হয়। দ্বিতীয়ার্ধের ৬১ মিনিটের মাথায় ভারতের অধিনায়ক সুনীল ছেত্রী প্রথম গোল করেন। ভারতের হয়ে ৭০ মিনিটের মাথায় দ্বিতীয় গোল করেন নাওরেম মহেশ সিং। নেপালকে ২-০ গোলে হারায় ভারত।
— Indian Football Team (@IndianFootball) June 24, 2023
ভারতের কাছে বল পজেশন ছিল ৬৪ শতাংশ ও নেপালের কাছে বল পজেশন ছিল ৩৬ শতাংশ। নেপালের হয়ে হলুদ কার্ড দেখে স্ট্রাইকার বিমল ঘার্তি ও ভারতের হয়ে হলুদ কার্ড দেখে ডিফেন্ডার রাহুল ভেকে। সাফ কাপের গ্ৰুপ এ-তে দুটো ম্যাচ জিতে ৬ পয়েন্ট নিয়ে ভারত আছে দ্বিতীয় স্থানে। এই জয়ের ফলে সেমিফাইনালে পৌঁছল ভারত।