দেশ বিভাগে ফিরে যান

প্রতিবাদের জেরেই Livestock & Livestock Products Bill 2023 প্রত্যাহার মোদী সরকারের?

June 24, 2023 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: গোমাতা রক্ষাকে অগ্রাধিকার দিয়ে এসেছে মোদী সরকার। বিজেপির রাজনীতির সঙ্গে জড়িয়ে রয়েছে গরু, গোমাতা। এবার সেই মোদী সরকারই জ্যান্ত গরুসহ গবাদি পশু বিদেশে বিক্রির সিদ্ধান্ত নিয়েছে, যাকে কেন্দ্র করে রীতিমতো হইচই পড়ে গিয়েছে নানান মহলে। আপত্তি জানিয়েছে বিজেপি-সঙ্ঘ ঘনিষ্ঠ কয়েকটি সংগঠন। পশুপ্রেমী নানা সংগঠন ও সরব হয়েছে এহেন সিদ্ধান্তের বিরুদ্ধে।

বিল এনে গরু, মোষ, ঘোড়া, গাধার মতো পশু আমদানি-রপ্তানির সিদ্ধান্ত থেকে পিছু হাঁটল মোদী সরকার। প্রাণীসম্পদ বিকাশ মন্ত্রক জানিয়েছে, খসড়া বিল প্রত্যাহার করে নেওয়া হচ্ছে। উল্লেখ্য, ১২৫ বছরের পুরনো ‘দ্য লাইভস্টক ইমপোর্টেশন আইন ১৮৯৮’ বাতিল করতে চেয়েছিল মোদী সরকার।

বাজপেয়ি আমলে, আইনটি সংশোধন করা হয়েছিল। চলতি মাসে আইন পরিবর্তনের কথা জানিয়ে, দশ দিনের মধ্যে মতামত জানতে চাওয়া হয়েছিল। জারি করা হয়েছিল খসড়া বিলও। তারপরই শুরু হয় প্রতিবাদ। দ্য লাইভস্টক অ্যান্ড লাইভস্টক প্রোডাক্টস (ইমপোর্টেশন অ্যান্ড এক্সপোর্টেশন) বিল ২০২৩-র বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বলা হয়, বিল আনা চলবে না। প্রতিবাদের জেরে পিছু হঠল মোদী সরকার।

TwitterFacebookWhatsAppEmailShare

#modi govt, #livestock and livestock products Bill, #DAHD

আরো দেখুন