রাজ্য বিভাগে ফিরে যান

ভোর থেকেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি, আজ কেমন থাকবে রাজ্যের আবহাওয়া?

June 25, 2023 | < 1 min read

ভোর থেকেই দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতে শুরু হয়েছে বৃষ্টি
ছবি সৌজন্যে PTI

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আজ ভোর থেকেই দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতে শুরু হয়েছে বৃষ্টি। রবিবার সারাদিনই বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে ৷

এদিকে যে সব জেলাগুলিতে বর্ষা প্রবেশ করতে বাকি ছিল অর্থাৎ পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরেও প্রবেশ করে গিয়েছে বর্ষা।

হাওয়া অফিস জানাচ্ছে বঙ্গোপসাগরে ফের তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। আগামি ২৪ ঘণ্টায় পরিণত হতে পারে নিম্নচাপে। এর ফলে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনায় ভারী বৃষ্টিপাত হতে পারে ৷

আজ রাজ্যের তাপমাত্রা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম থাকবে। তবে আর্দ্রতাজনিত অস্বস্তি এখনই কমবেনা। বাতাসের আপেক্ষিক আর্দ্রতা থাকবে সর্বাধিক ৯০ শতাংশেরও উপরে ৷

আবহাওয়া দপ্তর জানাচ্ছে উত্তরবঙ্গে জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে আগামী ৪-৫ দিন ৷ আগামী ২৪ ঘণ্টায় দার্জিলিং এবং কালিম্পং জেলায় ভারী বৃষ্টিপাত হতে পারে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Weather Report, #Weather forecast, #Weather Update

আরো দেখুন