বাঁকুড়ায় একই লাইনে জোড়া মালগাড়ির সংঘর্ষ, বাতিল একগুচ্ছ ট্রেন
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ফের একই লাইনে দুটো ট্রেন! রবিবার সাতসকালে দুই মালগাড়ির সংঘর্ষ। রেল দুর্ঘটনার জেরে বাতিল একগুচ্ছ ট্রেন। বাঁকুড়ার ওন্দা স্টেশনে দাঁড়িয়ে থাকা মালগাড়িকে ধাক্কা মারল আরেক মালগাড়ি। ইঞ্জিনসহ একাধিক বগি, ছিন্নভিন্ন হয়ে পড়ে। যার জেরে আদ্রা খড়্গপুর শাখায় বন্ধ রেল ব্যাহত। ওভারহেড লাইন, প্ল্যাটফর্মসহ সিগন্যালিং রুমের ক্ষতি হয়ে বলে জানা গিয়েছে।
জানা যাচ্ছে, ওন্দা স্টেশনের লুপ লাইনে একটি মালগাড়ি দাঁড়িয়ে ছিল। একই সময় ওই লাইনে এসে পড়ে আরও একটি মালগাড়ি। ওই মালগাড়িটি বাঁকুড়া থেকে বিষ্ণুপুরের দিকে যাচ্ছিল। দাঁড়িয়ে থাকা মালগাড়িটির পিছনে ধাক্কা মারে চলন্ত মালগাড়িটি। সংঘর্ষের তীব্রতায় দুটি মালগাড়ির মোট ১২টি বগি লাইনচ্যুত হয়েছে। ঘটনায় বিষ্ণুপুরগামী মালগাড়িটির চালক গুরুতর আহত হয়েছে বলে জানা যাচ্ছে।
দুর্ঘটনার জেরে ওই শাখায় আপ-ডাউন মিলিয়ে একাধিক ট্রেন বাতিল করে দেওয়া হয়েছে। বাতিল ট্রেনের সংখ্যা ১১। দুটি ট্রেনের গতিপথে বদল পরিবর্তন করা হয়েছে। পোরবন্দর-সাঁতরাগাছি এক্সপ্রেসকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। পুরুলিয়া-হাওড়া এক্সপ্রেস, ১২২৮৩ সাঁতরাগাছি পুরুলিয়া রূপসী বাংলা এক্সপ্রেস, ৫৮০২৫ খড়গপুর হাতিয়া প্যাসেঞ্জার বাতিল হয়েছে। যাত্রীরা চরম দুর্ভোগের মুখে পড়ছেন।