কানে কানে কলকাতা কানেকশন বিভাগে ফিরে যান

হগ সাহেবের বাজার হল নিউ মার্কেট, হগ সাহেব কে?

June 25, 2023 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: নিউ মার্কেট, এই বাজারে কী না মেলে! ১৫০ বছরের পুরনো এই বাজার নিউ মার্কেট হিসেবে পরিচিত হলেও, আদপে এর নাম  এস এস হগ মার্কেট। আজও সেই নাম জ্বল জ্বল করছে সাইনবোর্ডে।

কে ছিলেন এই হগ সাহেব?

১৮৬৬ সালে স্টুয়ার্ট সন্ডার্স হগ কলকাতা পৌরসভার চেয়ারম্যান এবং কমিশনার অব পুলিশ পদে আসীন হন। কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের পত্তন করেছিলেন হগ সাহেব। তাঁরই উদ্যোগে তদানিন্তন কর্পোরেশন স্ট্রিট ও লিন্ডসে স্ট্রিটের মাঝে ২৫ বিঘা জমির উপর বাজার তৈরি হয়। নতুন বাজার তৈরির জন্য আইনও প্রণয়ন করা হয়েছিল। ঠিক হয়েছিল, ২৫ বিঘে জমির জন্য দুলক্ষ টাকা, ঠিকাদারদের জন্য আড়াই লক্ষ টাকা এবং সেরা নকশার জন্য এক হাজার টাকা দেওয়া হবে।

সেরা নকশা তৈরি করে হাজার টাকা পুরস্কার পেয়েছিলেন ইস্ট ইন্ডিয়া রেলওয়ের স্থপতি রিচার্ড রোসকেল বেইন। ১৯০৩ সালের ডিসেম্বরে হগ সাহেবকে শ্রদ্ধা জানাতে সরকারিভাবে বাজারের নামকরণ করা হয় ‘এস এস হগ মার্কেট’। আজও কর্পোরেশন বিল্ডিংয়ে হগ সাহেবের তৈলচিত্র রয়েছে।


ভাষ্য পাঠ: মধুরিমা রায়
সম্পাদনা: মোঃ রবিউল ইসলাম
তথ্য গবেষণা: সৌভিক রাজ

TwitterFacebookWhatsAppEmailShare

#New Market, #Hogg Market, #SS Hogg Market, #Stuart Saunders Hogg

আরো দেখুন