← খেলা বিভাগে ফিরে যান
ইউরো খেলা স্ট্রাইকার এবার বাগানে, ঝাঁঝ বাড়ছে সবুজ-মেরুন আক্রমণের
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আবারও চমক সবুজ-মেরুনের, জেসন কামিন্সের পর আরও ফের এক বিদেশি স্ট্রাইকারকে সই করালো মোহনবাগান সুপার জায়ান্টস। জনি কাউকোর পরিবর্তে আলবেনিয়ার হয়ে ইউরো কাপ খেলা আর্মান্দো সাদিকুকে দলে নিলেন বাগান কর্তারা।
আর্মান্দো সাদিকুর আগে অস্ট্রেলিয়ার জেসন কামিন্সকে সই করিয়েছে মোহনবাগান সুপার জায়ান্টস। সাদিকু আসায় আক্রমণ অনেকটাই শক্তিশালী হল। বিভিন্ন নামী ক্লাবে খেলা ৩২ বছর বয়সী এই স্ট্রাইকারের ফুটবলজীবন শুরু করেছিলেন ফুশে এমব্রেটির হয়ে। ২০০৯ সালে আলবেনিয়ার প্রথম ডিভিশন ক্লাব গ্রামোজিতে খেলেছিলেন তিনি। ২০১১ সালে সুইজারল্যান্ডের লুকানোতে যোগ দিয়ে প্রথম মরশুমে সুইস চ্যালেঞ্জ লিগে সর্বোচ্চ গোলদাতা হন। স্পেনের লেভান্তে, লুগানো, মালাগার মতো ক্লাবের হয়ে খেলেছেন সাদিকু।