একের বিরুদ্ধে এক ফর্মুলায় টার্গেট এক ডজন রাজ্যের ৩৫০টি আসন?
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: পাটনায় বিরোধীদের মহাজোট বৈঠকে একের বিরুদ্ধে এক প্রার্থীর ফর্মুলায় রাজি হয়েছে বিরোধী দলগুলো। সবার গলাতেই ছিল এক সঙ্গে লড়াইয়ের সুর। টার্গেট হিসেবে ১২ রাজ্যের ৩৫০টি লোকসভা আসনকে প্রাথমিকভাবে বাছা হয়েছে। চব্বিশে এটাই পাখির চোখ।
বাংলা, বিহার, ঝাড়খণ্ড, দিল্লি, তামিলনাড়ু, পাঞ্জাব, মহারাষ্ট্র, হিমাচল প্রদেশ, ছত্তিশগড়, রাজস্থান এবং কর্ণাটকের মতো রাজ্যগুলিতে বিরোধীদের প্রভাব যথেষ্ট। সে’কারণে এই রাজ্যগুলোকেই বেছে নেওয়া হয়েছে। মনে করা হচ্ছে, এই রাজ্যগুলিতে একের বিরুদ্ধে এক অঙ্কে নির্বাচন হলে ১৮৫-১৯০টি আসন যেতে পারে বিরোধীদের ঝুলিতে। কারও কারও মতে, আড়াইশোর গন্ডি পেরোতে পারে আসন সংখ্যা। সাফ কথায়, সঠিক পথে জোট হলে নিশ্চিহ্ন হবে বিজেপি, এমনই মত বিরোধীদের।
কিন্তু রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, একের বিরুদ্ধে এক ফর্মুলায় গেলে কংগ্রেসকে অনেক বেশি আসন ছাড়তে হবে। বাংলাসহ সাত-আটটি রাজ্যে কোন অঙ্কে আসন সমঝোতা হবে? কোন পথে হাঁটবেন রাহুল? আগামী বৈঠক হবে সিমলায়। রাজনৈতক পর্যবেক্ষকদের মত, সেখানেই হয়ত ঠিক হবে আসন সমঝোতার হিসাবে।