ধর্মতলায় মাল্টি-মডেল ট্রান্সপোর্ট হাব তৈরির ভাবনা রাজ্যের
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ধর্মতলায় মাল্টি-মডেল ট্রান্সপোর্ট হাব তৈরি করতে চাইছে রাজ্য, পাশাপাশি ধর্মতলা বাসস্ট্যান্ড সাঁতরাগাছিতে স্থানান্তরিত করা নিয়ে ভাবনাচিন্তা করছে রাজ্য। ধর্মতলা বাসস্ট্যান্ড সংক্রান্ত মামলায়, কলকাতা হাইকোর্টে এমনটাই জানাল রাজ্য।
ভিক্টোরিয়া স্মৃতিসৌধকে দূষণ থেকে বাঁচাতে, ধর্মতলা বাসস্ট্যান্ড সরানোর আর্জিতে মামলা দায়ের হয়েছিল কলকাতা হাইকোর্টে। গত ৯ জুন মামলার শুনানিতে বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি শম্পা সরকার, ধর্মতলা বাসস্ট্যান্ড সরানো নিয়ে রাজ্যের ভাবনা জানাতে নির্দেশ দিয়েছিল। রাজ্যের তরফে আদালতে জানানো হয়েছে, সাঁতরাগাছির পাশাপাশি অন্য বিকল্পের কথাও ভাবা হচ্ছে। ধর্মতলাতে মাল্টি-মডেল পরিবহণ হাব তৈরির বিষয়টি এখন বিবেচনাধীন।
উল্লেখ্য, ২০০৭ সালে ধর্মতলা থেকে বাস টার্মিনাস সরানোর নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। রাজ্য সুপ্রিম কোর্টে গেলেও নির্দেশের বদল হয়নি। তবে বাসস্ট্যান্ড সরানোর জন্যে কোনও সময়সীমা বেঁধে দেওয়া হয়নি। এই নিয়ে ফের হাইকোর্টের দ্বারস্থ হন পরিবেশকর্মী সুভাষ দত্ত। রাজ্যকে ধর্মতলায় ভূগর্ভস্থ বাসস্ট্যান্ডের বিষয়ে ভাবতে আদালত। শুক্রবার রাজ্য আদালতে জানিয়েছে, দীর্ঘদিন ধরে ভূগর্ভস্থ বাসস্ট্যান্ডের পরিকল্পনা রয়েছে। কোনওভাবে তা বাস্তবায়িত না হলে ধর্মতলা থেকে বাস টার্মিনাস সাঁতরাগাছিতে সরাতে চায় রাজ্য। ধর্মতলায় মাল্টি-মডেল ট্রান্সপোর্ট হাব গড়তে সেনার অনুমতি প্রয়োজন। কারণ, ধর্মতলা চত্বরের জমির মালিকানা সেনার। সেনা কর্তৃপক্ষর ভাবনা জানাতে দু’সপ্তাহ সময় চাওয়া হয়েছে আদালতে। ধর্মতলায় মেট্রো প্রকল্পের কাজ চলায়, প্রস্তাবিত হাব তৈরির বিষয়ে আলোচনা করতে ৫ জুন রাজ্য মেট্রো কর্তৃপক্ষকে চিঠি দিয়েছে। মেট্রোর তরফে উত্তর মেলেনি। মামলার পরবর্তী শুনানি হবে ১৪ জুলাই।
মামলার গত শুনানিতে, কলকাতা হাইকোর্ট চত্বরে গাড়ি রাখার ক্ষেত্রে আইনজীবীদের অসুবিধার প্রসঙ্গটি উঠেছিল। সেই সমস্যা মেটাতে কিরণশঙ্কর রায় রোডে অবস্থিত অধুনা অব্যবহৃত পঞ্চায়েত ভবনে পার্কিংয়ের সুবিধাসহ বাণিজ্যিক কোর্ট কমপ্লেক্স গড়ে তোলার বিষয়ে বিবেচনার জন্য রাজ্যকে সুপারিশ করেছে আদালত।