← রাজ্য বিভাগে ফিরে যান
রাজভবন থেকে প্রকাশ রাজ্যপালের বই! কেন উত্তাল সমাজ মাধ্যম?
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বাংলার রাজ্যপাল সিভি আনন্দ বোস একটি বই লিখেছেন, বইটির নাম সাইলেন্স সাউন্ডস গুড। এই বইকে কেন্দ্র করে উত্তাল সমাজ মাধ্যম। দেখা যাচ্ছে, বইটির প্রকাশক রাজভবন। এছাড়াও বইয়ের প্রচ্ছদসহ একাধিক জায়গায় অশোক স্তম্ভের ছবি রয়েছে। এই দুটি জিনিসকে কেন্দ্র করেই বেঁধেছে বিতর্ক। সমাজ মাধ্যমে উঠছে প্রশ্ন।
ব্যক্তি সিভি আনন্দ বোসের বইয়ের প্রকাশক কী করে রাজভবন হয়? কেনই বা অশোক স্তম্ভের ছবি দেওয়া হল বইতে? এটা তো সরকারের বই নয়। সওয়াল করছেন নেটিজেনরা।