দেশ বিভাগে ফিরে যান

মণিপুরে ইন্টারনেট বন্ধ ৩০ জুন অবধি, তবুও বীরেনের পরিস্থিতি সামালের দাবি?

June 26, 2023 | < 1 min read

মণিপুরে ইন্টারনেট বন্ধ ৩০ জুন অবধি

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: এবার রাজ্যে ইন্টারনেট পরিষেবার উপর নিষেধাজ্ঞা ৩০ জুন পর্যন্ত বাড়িয়েছে মণিপুর সরকার। এরকমই নির্দেশিকা জারি করা হয়েছে রবিবার, ২৫ জুন।


গত ৩ মে রাজ্যে প্রথম ইন্টারনেট বন্ধ করা হয়েছিল এবং তারপর থেকে একাধিক সরকারী আদেশের মাধ্যমে এই পরিষেবার উপর নিষেধাজ্ঞা বাড়িয়ে যাওয়া হয়েছে।

ইন্টারনেট ফ্রিডম ফাউন্ডেশন সুপ্রিম কোর্টের একটি রায়ের উল্লেখ করে মণিপুরে ইন্টারনেট বন্ধের বৈধতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে।

এদিকে রবিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠকের পর সে রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করার জল্পনাকে খারিজ করে মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংহ। একটি টুইট করে তিনি জানান যে মণিপুরের পরিস্থিতি সামলাতে ‘সক্ষম’ কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার। তিন আরও জানান যে ১৩ জুন থেকে সে রাজ্যের হিংসায় কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি।

স্বভাবতই ওয়াকিবহালমহলে এরপরে প্রশ্ন উঠছে, কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার পরিস্থিতি সামলাতে ‘সক্ষম’ হয়েই থাকে, তাহলে এখনও ইন্টারনেট পরিষেবার উপর নিষেধাজ্ঞা কেন?

TwitterFacebookWhatsAppEmailShare

#internet, #Manipur burning, #Manipur on fire, #manipur govt, #Manipur

আরো দেখুন