উত্তরবঙ্গ বিভাগে ফিরে যান

গেরুয়া শিবিরে বড় ধাক্কা, পদত্যাগ করলেন BJP-র এই জেলা সহ সভাপতি

June 26, 2023 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: পঞ্চায়েত নির্বাচনের দামামা বেজে গিয়েছে। মনোনয়নপত্র জমা করার সময়সীমা শেষ হয়ে গিয়েছে। তার মধ্যেই শুরু হয়ে গিয়েছে দলবদল। টিকিট বিলিকে কেন্দ্র করে বিজেপি দলের অন্দরে বাড়ছে ক্ষোভ। একুশের নির্বাচনের পর এবার পঞ্চায়েত নির্বাচনেও একই ছবি দেখা যাচ্ছে।

দলবদলুদের টিকিট দিচ্ছে বিজেপি বলে অভিযোগ বিজেপির জেলা সহ সভানেত্রী বীণা ঝা। জানা গেছে, রায়গঞ্জ পঞ্চায়েত সমিতির ২৫ নম্বর আসনে বীণাদেবীকে দলের প্রার্থী করার আশ্বাস দেওয়া হলেও নমিনেশন প্রত্যাহারের শেষদিনেও দল তাঁকে সিম্বল দেয় নি। আর তাতে দলের সহ সভাপতির পদ থেকে ইস্তফা দিয়ে নির্দল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্তের কথা ঘোষণা করলেন বীণাদেবী।

সোমবার এক সাংবাদিক সম্মেলনে উত্তর দিনাজপুরের জেলা সভাপতি বাসুদেব সরকারের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ আনেন বীণাদেবী। এব্যাপারে এখনও পর্যন্ত বিজেপির জেলা সভাপতির কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ক্ষুব্ধ বীণাদেবী জানিয়েছেন তিনি, রায়গঞ্জ পঞ্চায়েত সমিতির ২৫ নম্বর আসনে নির্দল হিসেবে লড়াই করবেন। আর তাতে পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে চরম অস্বস্তিতে পড়েছে বিজেপি নেতৃত্ব।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #bjp, #uttar dinajpur, #Panchayat elections 2023, #Bina Jha

আরো দেখুন