← রাজ্য বিভাগে ফিরে যান
Registry Marriage-এর জন্য অপেক্ষার দিন শেষ, রাজ্যে চালু হচ্ছে ‘তৎকাল বিয়ে’
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: রেজিস্ট্রি বিয়ের জন্য আর অপেক্ষা নয়। এবার একদিনের নোটিসেই বাঁধা যাবে গাঁটছড়া। রাজ্যে খুব শীঘ্রই চালু হতে চলেছে ‘তৎকাল বিবাহ’ পরিষেবা।
নবান্ন সূত্রে খবর, হিন্দু ম্যারেজ অ্যাক্ট অনুসারে বিয়ের পদ্ধতিতে এ বার বদল আনা হচ্ছে। বর্তমানে হিন্দু ম্যারেজ অ্যাক্ট অনুযায়ী, ন্যূনতম ৩০ দিন আগে রেজিস্ট্রির জন্য আবেদন করতে হয়। আনুষ্ঠানিক বিয়ে কিংবা সামাজিক বিয়ের ৭ দিনের মাথায় নব-দম্পতিরা করতে পারেন রেজিস্ট্রি। সেই নিয়মে আনা হচ্ছে বদল।
এবার থেকে একদিনেই করা যাবে ‘আইনত বিবাহ’। এই নিয়ম দ্রুত বাস্তবায়নে এগিয়ে এসেছে রাজ্যের আইন দপ্তর। তবে বিষয়টি মন্ত্রিসভার অনুমোদনের পরেই চালু করা হবে বলে জানা গেছে।