← খেলা বিভাগে ফিরে যান
বিশ্বকাপ ২০২৩-এ যোগ্যতা অর্জন করতে দোলাচলে দু’বারের চ্যাম্পিয়ন ক্যারিবিয়ানরা?
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: দুই বারের বিশ্বকাপ জয়ী টিম ওয়েস্ট ইন্ডিজ। ১৯৭৫ এবং ১৯৭৯ সালে অধিনায়ক ক্লাইভ লয়েডের নেতৃত্বে পরপর দুবার বিশ্বকাপ জেতে শক্তিশালি ক্যারিবিয়ানরা।
২৫ জুন ১৯৮৩ সালে বিশ্বকাপের ফাইনালে ওয়েস্ট ইন্ডিজকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় ভারত। ঠিক ৪০ বছর পর একই দিনে জিম্বাবুয়ের কাছে বিশ্বকাপ ২০২৩-র বাছাই পর্বের ম্যাচে হারল ওয়েস্ট ইন্ডিজ। এই ম্যাচে জিম্বাবুয়ে প্রথমে ব্যাট করে ২৬৮ রান করে। জবাবে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ আটকে যায় ২৩৩ রানে। ৩৫ রানে ম্যাচ জেতে জিম্বাবুয়ে।
এই পরাজয়ের পরেও সুপার ৬-এ জায়গা করে নিলেও টুর্নামেন্টের নিয়ম এমন যে ক্যারিবিয়ানদের জন্য এখন রাস্তা কঠিন। আজ নেদারল্যান্ডসের মুখোমুখি হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ। এই ম্যাচ হেরে গেলে আশা অনেকটাই শেষ হয়ে যাবে ওয়েস্ট ইন্ডিজের।