← রাজ্য বিভাগে ফিরে যান
আজ রাজ্যে টানা বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দপ্তরের
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ রাজ্যে সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি ও সর্বোচ্চ ৩০ ডিগ্রি থাকবে।
গতকাল থেকে অবিরাম বৃষ্টি হয়েই হয়েই চলেছে কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে। আজ সারাদিন ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।
ঝাড়গ্রাম, বীরভূম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ও উত্তর ২৪ পরগনায় ভারী বৃষ্টি হবে বলে জানাল আবহাওয়া দপ্তর।
এই বৃষ্টির ফলে তাপমাত্রা যেমন কমেছে তেমনই রেহাই মিলেছে অস্বস্তিকর গরম থেকেও। বাংলার উপকূলে মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার নিষেধাজ্ঞা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর।
উত্তরবঙ্গের প্রায় সব জেলায় আগামীকাল থেকে বৃষ্টি আরও বাড়ার পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।