খেলা বিভাগে ফিরে যান

SaffCup-র তৃতীয় ম্যাচে কুয়েতের সাথে ড্র ভারতের

June 27, 2023 | < 1 min read

৯২তম গোল করার পর উচ্ছাস সুনীল ছেত্রীর

\নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আজ শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে সাফ কাপের ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত ও কুয়েত।

প্রথমার্ধের ৪৫+২ মিনিটের মাথায় ভারতকে গোল করে এগিয়ে দেয় অধিনায়ক সুনীল ছেত্রী। এটি ছিল তাঁর ৯২তম গোল।

দ্বিতীয়ার্ধে প্রায় ৪৫ মিনিট কোনও গোল হয়নি। যখন সবাই ধরেই নিয়েছে ভারত জিতে গেছে তখন ঠিক ৯০ মিনিটের পর অতিরিক্ত সময়ের ২ মিনিটের মাথায় ভারতের আনোয়ার আলি সেমসাইড গোল করে বসেন। যার ফলে ভারত ও কুয়েতের মধ্যে খেলা ১-১ গোলে ড্র হয়।

খেলার ৯০ মিনিটের মাথায় লাল কার্ড দেখেন দুই দলের দুই খেলোয়াড় – ভারতের রহিম আলি ও কুয়েতের হামাদ।

ভারতের কাছে বল পজেশন ছিল ৫১ শতাংশ ও কুয়েতের কাছে বল পজেশন ছিল ৪৯ শতাংশ। কুয়েতের হয়ে হলুদ কার্ড দেখে ৩ জন ভারতের হয়ে হলুদ কার্ড দেখে একজন খেলোয়াড়।

সাফ কাপের গ্ৰুপ এ-তে ৩ ম্যাচ জিতে ৭ পয়েন্ট নিয়ে ভারত শেষ করল দ্বিতীয় স্থানে।

TwitterFacebookWhatsAppEmailShare

#India, #sunil chettri, #saff cup, #Kuwait

আরো দেখুন