দেশ বিভাগে ফিরে যান

ভোপালে BJP-র সভা থেকে বিরোধী জোটকে আক্রমণ, ভয় পেয়েছেন মোদী?

June 28, 2023 | < 1 min read

মধ্যপ্রদেশে বিজেপি বুথ কর্মীদের সঙ্গে মতবিনিময় করলেন প্রধানমন্ত্রী মোদী, livemint

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: মণিপুর জ্বলছে কিন্তু মোদী একটুও উদ্বিগ্ন নন। আমেরিকা সফর সেরে ফিরে মোদীর মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াল বিরোধী জোট। সোমবার উত্তর-পূর্বের অশান্তি নিয়ে মোদীকে রিপোর্ট দেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ভাবা হচ্ছিল, মণিপুর নিয়ে হয়ত নীরবতা ভেঙে মন্তব্য করবেন তিনি। কিন্তু না তিনি মণিপুর নিয়ে একটি শব্দও করেননি। মধ্যপ্রদেশের ভোট ময়দানে দাঁড়িয়ে, দুর্নীতির অস্ত্রে আক্রমণ করলেন বিরোধী মহাজোটকে। ২৭ জুন ভোপালে দলীয় কর্মিসভায় মোদী দুর্নীতির প্রশ্নে বিরোধীদের বিরুদ্ধে আক্রমণ শানান। বিরোধীরা বলছেন, মহাজোটের ঐক্যের ছবি দেখে ভয় পেয়েছেন মোদী। তাই এমন মন্তব্য করতে হচ্ছে! উল্লেখ্য, যে রাজ্যে দাঁড়িয়ে মোদী দুর্নীতির কথা বলছেন, সে রাজ্যের বিজেপির মুখ্যমন্ত্রীর নাম ব্যাপম কেলেঙ্কারিতে জড়িয়েছে। যা ভারতের ইতিহাস অন্যতম বড় দুর্নীতি।

বিরোধীদের সাফ কথা, কোথায় গেল মোদীর সাফল্য এবং জনপ্রিয়তা, মধ্যপ্রদেশের সভায় গিয়ে সে’রাজ্যের কথা ভুলে পাটনার বিরোধী-বৈঠক নিয়ে বলতে হচ্ছে কেন? রাজনৈতিক পর্যবেক্ষকদের মত, বিরোধী জোটকে প্রকাশ্যে আমল না দিলেও। ভয় ধরেছে গেরুয়া শিবিরে।

উল্লেখ্য, ২৩ জুন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের ডাকে ১৫টি বিজেপি বিরোধী দলের নেতারা বৈঠকে বসেছিল। লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে, মহাজোট গড়ে তোলার প্রস্তুতি নিচ্ছেন মমতা, রাহুল গান্ধী, শারদ পাওয়ার, নীতিশ কুমার, লালুপ্রসাদ যাদবরা। সে’সময় মার্কিন সফরে ছিলেন মোদী। দেশে ফেরার পর, ভোপালে বিজেপির বুথ কমিটির সভাপতিদের নিয়ে ‘মেরা বুথ সবসে মজবুত’ কর্মসূচিতে জোটকে আক্রমণ করলেন মোদী। মোদীর এই আক্রমণই জোটকে আরও সময়োপযোগী পদক্ষেপে পরিণত করল, মত রাজনৈতিক বিশেষজ্ঞদের।

TwitterFacebookWhatsAppEmailShare

#Bhopal, #opposition, #bjp, #Modi Government

আরো দেখুন