পুজো স্পেশাল বিভাগে ফিরে যান

গুঞ্জবাড়ি থেকে রথ চেপে মূল মন্দিরে ফিরলেন কোচবিহারের মদনমোহন

June 28, 2023 | < 1 min read

মূল মন্দিরে ফিরলেন কোচবিহারের মদনমোহন

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: গতকাল অর্থাৎ মঙ্গলবার, মদনমোহন মন্দিরে ফিরে এলেন মদনমোহন। গুঞ্জবাড়ি থেকে রথ চেপে মদনমোহন মূল মন্দিরে ফিরে আসেন। রথ উপলক্ষ্যে মদনমোহন গুঞ্জবাড়ি যাওয়ায়, তাঁর সিংহাসনে ছোট মদনমোহন অধিষ্ঠান করছিলেন। মদনমোহন মন্দিরে ফিরে আসায়, তিনি সিংহাসনে অধিষ্ঠান করবেন। আজ, বুধবার ছোট মদনমোহন শয়ানে যাবেন।

মদনমোহন মন্দিরে এসে পৌঁছেছেন। তবে গুঞ্জবাড়ির মেলা আরও সাতদিন চলবে। বিকেল পাঁচটায় গুঞ্জবাড়ি মন্দির থেকে উল্টো রথের যাত্রা শুরু হয়।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #Coochbehar, #Madanmohan mandir, #ulto rath, #Gunjo bari

আরো দেখুন