রাজ্য বিভাগে ফিরে যান

মেয়াদ বাড়বে দ্বিবেদীর নাকি ভোটের আগে নতুন মুখ্যসচিব পাবে বাংলা?

June 28, 2023 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: দু’দিনের মধ্যেই চাকরির মেয়াদ শেষ হচ্ছে রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর। তাঁর মেয়াদ বৃদ্ধির দাবি জানিয়ে আবেদন করেছে রাজ্য। কিন্তু রাজ্যের পাঠানো চিঠির উত্তর আসেনি কেন্দ্র থেকে, সেক্ষেত্রে আরও কয়েকটি নাম শোনা যাচ্ছে। যদিও সবটাই জল্পনা।

শোনা যায়, দ্বিদেবী এক্সটেনশান না পেলে মুখ্য সচিব হবেন বি পি গোপালিকা। বর্তমানে তিনি স্বরাষ্ট্র সচিব পদে রয়েছেন।

তাহলে স্বরাষ্ট্র সচিব হতে পারেন বিবেক কুমার।

অর্থ সচিব মনোজ পন্থের নামও শোনা যাচ্ছে।

হরিকৃষ্ণ দ্বিবেদী সেক্ষেত্রে মুখ্যমন্ত্রীর অর্থ উপদেষ্টা হিসেবে কাজ করবেন।

মনোজ পন্থ স্বরাষ্ট্র সচিবের দায়িত্ব পেতে পারেন।

ভূমি সচিব স্মারকি মহাপাত্রকে অর্থ সচিব পদে আনা হতে পারে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Nabanna, #Dinesh Trivedi, #chief secretary, #West Bengal

আরো দেখুন