দিনের বিভিন্ন সময় বদলে যাবে বিদ্যুতের দাম, নতুন আইন আনছে কেন্দ্র
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বিদ্যুৎ আইনের নয়া সংশোধনীতে নতুন নিয়ম আসতে চলেছে। যেখানে দিনের নানা সময়ে বদলে যাবে বিদ্যুতের ইউনিট পিছু দাম। যেমন, মাল্টিপ্লেক্সে যদি সাতসকালে সিনেমা দেখতে যান দর্শক, তাহলে তাঁকে টিকিটের যে দাম চোকাতে হয়, তা সন্ধ্যাবেলার শো থেকে অনেকটাই সস্তা। আবার পানশালায় ‘হ্যাপি আওয়ার’-এ যেখানে সস্তায় সুরা মেলে, সেই অফার সূর্য ডুবলেই উধাও।
কেন্দ্রীয় সরকার দাবি করেছে, দিনের নির্দিষ্ট একটি সময়ে যদি বিদ্যুৎচালিত যন্ত্রপাতিগুলি ব্যবহার করে নেওয়া যায়, তাহলে তার জন্য বিদ্যুতের দাম কম পড়বে। আবার যে-সময় বিদ্যুতের চাহিদা অত্যন্ত বেশি, সেইসময় বিদ্যুৎ খরচ করলে দাম বেশি দিতে হবে গ্রাহককে। বিদ্যুৎ আইনের নয়া সংশোধনীতে এই নতুন নিয়ম আসতে চলেছে।
এই সুবিধা পেতে হলে গ্রাহকের স্মার্ট মিটার থাকতে হবে। ২০২৪ সালের ১ এপ্রিল থেকে নয়া নিয়ম চালু হবে বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলির ক্ষেত্রে, যাদের বিদ্যুৎ চাহিদা ১০ কিলোওয়াটের বেশি। কৃষিকাজ ছাড়া বাকি গ্রাহকদের জন্য এই নিয়ম চালু হবে তার ঠিক একবছর পরে।