← দেশ বিভাগে ফিরে যান
নতুন ভবনেই শুরু হবে সংসদের এবারের বর্ষাকালীন অধিবেশন?
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ১৭ জুলাই শুরু হতে পারে সংসদের বর্ষাকালীন অধিবেশন। সূত্রের খবর জুলাই মাসের তৃতীয় সপ্তাহের শুরুতে অধিবেশন শুরু হওয়ার কথা।
প্রায় চার সপ্তাহ ব্যাপী সংসদের বর্ষাকালীন অধিবেশন ১০ আগস্ট শেষ হতে পারে । আগামী কয়েকদিনের মধ্যে রাজনৈতিক বিষয়ক মন্ত্রিসভা কমিটি সঠিক তারিখ চূড়ান্ত করবে।
২০২৩ সালের বর্ষা অধিবেশনটি সম্ভবত নতুন সংসদ ভবনে প্রথম হবে। এই নতুন ভবনের উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ মোদী এবং যা রাষ্ট্রপতিকে আমন্ত্রণ না করায় বেশিরভাগ বিরোধী দল সেই অনুষ্ঠা বয়কট করেছিল।