← দেশ বিভাগে ফিরে যান
চব্বিশের আগে ফের কৃষক আন্দোলন? জুলাইয়ে বৈঠকে বসছে কিষান মোর্চা
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: দেশব্যাপী কৃষক আন্দোলনের চাপে তিন কৃষি আইন প্রত্যাহার করেছিল মোদী সরকার। সাময়িকভাবে থেমেছিল অন্নদাতাদের আন্দোলন। এবার ২০২৪ শের লোকসভা নির্বাচনের আগে মোদী সরকারের বিরুদ্ধে আন্দোলনের ঝাঁঝ বাড়াতে উদ্যোগী হল সর্বভারতীয় কৃষক সংগঠনগুলি।
গোটা দেশজুড়ে নাগাড়ে মোদী বিরোধী আন্দোলনের কর্মসূচি আরম্ভ করতে চলেছেন কৃষকরা। রাজধানীতে আগামী ১২ জুলাই জরুরি বৈঠকে বসছে সংযুক্ত কিষান মোর্চা। সেই বৈঠক থেকেই মোদী সরকার বিরোধী আন্দোলন কর্মসূচির ঘোষণা করবেন তাঁরা। আরও বৃহত্তরভাবে পথে নামতে চাইছেন কৃষকরা।