রাজ্য বিভাগে ফিরে যান

সেবকে হেলিকপ্টার বিভ্রাটে আহত মমতার আরোগ্য কামনা রাজ্যবাসীর, আপ্লুত মুখ্যমন্ত্রী

June 29, 2023 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: মঙ্গলবার বিকেলে জলপাইগুড়ির ক্রান্তি থেকে বাগডোগরা যাওয়ার পথে প্রাকৃতিক দুর্যোগের কারণে হেলিকপ্টার দুর্বিপাকের মুখে পড়েন মুখ্যমন্ত্রী। কপ্টার জরুরি অবতরণ করেছিল শিলিগুড়ির সেবক এয়ারবেসে। কপ্টার থেকে নামতে গিয়ে অল্পের জন্য রক্ষে পেয়েছিলেন তিনি। পরে তাঁর চিকিৎসা হয় এসএসকেএম হাসপাতালে। চিকিৎসকদের জানান, বাঁ হাঁটুর লিগামেন্ট এবং বাঁ দিকের হিপ জয়েন্টের লিগামেন্টে চোট পেয়েছেন তিনি।

তবে সেই দুর্ঘটনার পর তাঁর দ্রুত আরগ্য কামনায় যে ভাবে রাজ্যবাসী প্রার্থনা করেছে, তাতে যে তিনি আপ্লুত তা-ও জানাতে ভোলেননি মমতা। এক ফেসবুক বার্তায় তিনি লিখেছেন, ‘‘আমার সুস্থতার জন্য সকলের শুভকামনায় আমি আন্তরিক ভাবে মুগ্ধ হয়েছি। মঙ্গলবার হেলিকপ্টারটি সেবক এয়ারবেসে জরুরি অবতরণ করায় আমি অল্পের জন্য প্রাণে বেঁচে গিয়েছি।’’

ইদের শুভেচ্ছা জানানোর পাশাপাশি তিনি লিখেছেন, ‘‘সর্বশক্তিমানের দয়া এবং মেডিক্যাল টিমের প্রাণপণ প্রচেষ্টায়, আমি সুস্থ হয়ে উঠছি এবং বাড়িতে ফিজিয়োথেরাপি সেশন করছি।’’

কিন্তু মুখ্যমন্ত্রীর দ্রুত আরোগ্য চেয়ে রাজ্যবাসী বার্তা পাঠালেও বাংলায় বিরোধী দলের অনেকেই সেই শিষ্টাচার দেখাননি। বিরোধী দলনেতা প্রাথমিক প্রতিক্রিয়ায় বলেছেন ঠিকই, মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত ব্যাপারে কোনও মন্তব্য করব না। উনি সুস্থ হয়ে উঠুন। কিন্তু মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছাপত্র পাঠানোর সৌজন্য দেখাননি।

TwitterFacebookWhatsAppEmailShare

#sevoke airforce base, #Mamata Banerjee

আরো দেখুন