দেশ বিভাগে ফিরে যান

অভিন্ন দেওয়ানি বিধি বিল পেশ হবে বাদল অধিবেশনেই?

June 30, 2023 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বিজেপি সরকার আগামী মাসে শুরু হতে যাওয়া সংসদের বাদল অধিবেশনে অভিন্ন দেওয়ানি বিধি বিল পেশ করতে পারে, উচ্চপদস্থ সূত্র জানিয়েছে।

বিলটি সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হতে পারে যা ইউনিফর্ম সিভিল কোডের (অভিন্ন দেওয়ানি বিধি) বিভিন্ন সংশ্লিষ্ট গোষ্ঠীর মতামত শুনবে, এমনি খবর সংবাদমাধ্যমে।

কর্মী, জনগণের অভিযোগ, আইন ও বিচার বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটি গত ৩ জুলাই আইন কমিশন ও আইন মন্ত্রণালয়ের প্রতিনিধিদের আইন প্যানেল কর্তৃক জারি করা সাম্প্রতিক নোটিসে ডেকে পাঠায়। আইন কমিশন ইউনিফর্ম সিভিল কোড ইস্যুতে বিভিন্ন সংশ্লিষ্ট গোষ্ঠীর মতামত চেয়ে নোটিস জারি করেছিল।

সংসদের বাদল অধিবেশন জুলাইয়ের তৃতীয় সপ্তাহে শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। শোনা যাচ্ছে এই অধিবেশন পুরানো সংসদ ভবনে শুরু হবে এবং মাঝপথে তা নতুন ভবনে চলে যাবে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Monsoon Session, #Uniform Civil Code, #Uniform Civil Code Bill, #New parliament

আরো দেখুন