← রাজ্য বিভাগে ফিরে যান
আজও কি রাজ্যে বৃষ্টি? নাকি বাড়বে গরম? কি বলছে হাওয়া অফিস?
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: কয়েকদিনের বৃষ্টিতে স্বস্তি পেয়েছিল রাজ্যবাসী। কিন্ত কিছুদিন পর আবারও অস্বস্তিকর গরমে নাজেহাল হবে দক্ষিণবঙ্গের সাধারণ মানুষ।
আলিপুর আবহাওয়া দপ্তর জানাল আজ ভারী বৃষ্টির সতর্কতা থাকছে উত্তর ২৪ পরগনা, নদীয়া, মুর্শিদাবাদে। কলকাতা সহ বাকি দক্ষিণবঙ্গের জেলায় বৃষ্টি হলেও বৃষ্টির পরিমাণ অনেকটা কমবে। আগামী তিনদিন তাপমাত্রা ৪-৫ ডিগ্রি বাড়বে যার ফলে গরমে নাজেহাল হবে মানুষ।
আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আজকের সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা ২৯ ডিগ্রি থাকবে।
উত্তরবঙ্গের কোচবিহার, দার্জিলিং, কালিম্পং ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর।