খেলা বিভাগে ফিরে যান

চোট সারিয়ে ফিরেই ফের সোনা জয় নীরজের

July 1, 2023 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: গত একমাস চোটের কারণে মাঠের বাইরে ছিলেন তিনি। ফিরেই ফের ডায়মন্ড লিগ সেরা টোকিও অলিম্পিকে সোনা জয়ী নীরজ চোপড়া।

নীরজ এর আগে দোহা ডায়মন্ড লিগে সেরা হয়েছিলেন। তার পরেই চোটের কারণে একের পর এক প্রতিযোগিতা থেকে সরে যেতে বাধ্য হন তিনি। ফিরলেন আবার ডায়মন্ড লিগেই। সেখানে সেরা হলেন নীরজ। ৮৭.৬৬ মিটার দূরে জ্যাভলিন ছুড়ে সোনা জিতেছেন তিনি।

নীরজ বলেন, “চোট সারিয়ে ফিরে বেশ চাপ লাগছিল। এখানে বেশ ঠান্ডা। এটা বুঝতে পারছি যে, আমি আগের থেকে সুস্থ। নিজের সেরাটা দিতে পারিনি। তবে জিততে পেরে ভাল লাগছে। এটা আমাকে আত্মবিশ্বাস দেবে।”

TwitterFacebookWhatsAppEmailShare

#Neeraj Chopra, #Lausanne Diamond League 2023, #spectacular throw, #gold

আরো দেখুন